মহা ধুমধামে খানাপিনাসহ বিয়ের সব আয়োজন হয়েছে। ৪০ জন বরযাত্রী নিয়ে এসেছে বরপক্ষও। তবে শেষ পর্যন্ত বিয়ে সম্পন্ন হলো না। যৌতুক না দেয়ায় এবং দেনমোহর নিয়ে কথা কাটাকাটির জেরে বিয়ে না করেই বরকে নিয়ে চলে গেল বরপক্ষ।
বৃহস্পতিবার রাতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামে ঘটেছে এ ঘটনা। কনের অভিভাবকদের পক্ষ থেকে শুক্রবার এ ব্যাপারে কলমাকান্দা থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
জানা গেছে, কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের শরীফ মিয়ার ছেলে হাসেন মিয়ার সঙ্গে সম্প্রতি একই উপজেলার রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের এক তরুণীর বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার রাতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। এ উপলক্ষে কনের বাড়িতে ধুমধামের সঙ্গে বিয়ের নানা পর্বের আয়োজন করা হয়। সন্ধ্যায় ৪০ জন বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসেন হাসেন মিয়া। রাতে খাওয়াদাওয়া শেষে বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হলে ৭০ হাজার টাকা যৌতুক দাবি করে বসে বরপক্ষ, কিন্তু কনের পরিবার তা দিতে অস্বীকৃতি জানায়। পরে কনের পরিবারের চাহিদা মতো দেনমোহর ধার্য্যেও অস্বীকৃতি জানায় বরপক্ষ। এসব নিয়ে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও বাগবিতণ্ডার এক পর্যায়ে বিয়ে ভেঙ্গে বরকে নিয়ে চলে যায় বরপক্ষ।
নিউজবাংলার কাছে কনের বাবার দাবি, বিয়ের দিন-তারিখ ঠিক করার সময়ই বরের পরিবারকে যৌতুক হিসেবে ৪০ হাজার টাকা দেয়া হয়। আর বিয়ে ও খানাপিনার আয়োজন করতে গিয়ে তাদের খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা। কিন্তু অতিরিক্ত আরও ৭০ হাজার টাকা দিতে না পারায় এবং কনের যোগ্যতা অনুসারে দেনমোহর দাবি করায় তারা বিয়ে ভেঙ্গে চলে যান।
এ ব্যাপারে জানতে বর হাসেন মিয়ার মোবাইল নম্বরে ফোন করলে তার রিসিভ করেন তার মামা পরিচয় দেয়া সবুজ মিয়া নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, ‘অভিযোগ পেয়ে শুক্রবার দুই পক্ষের বাড়িতে পুলিশ পাঠিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। আশা করি সমাধান হয়ে যাবে।’