ফায়ার সার্ভিস জানায়, টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে অগ্নিনির্বাপণে কাজ করে।
গাজীপুরে একটি কাভার্ড ভ্যানে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
টঙ্গীর মেঘনা রোডে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগুন লাগানোর পাঁচ মিনিটের মধ্যেই তারা ওই স্থানে পৌঁছায়। টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রহরায় অগ্নিনির্বাপণের কাজ করে।
এদিকে টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীসহ পুলিশ ঘটনাস্থলে আসে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। কে বা কারা আগুন দিয়েছে, সেটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।