বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তৃণমূলের মনোনয়নপত্র কিনে বিএনপি নেতা বহিষ্কার

  • প্রতিনিধি, নওগাঁ   
  • ২৯ নভেম্বর, ২০২৩ ২০:৪৪

নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে তৃণমূল বিএনপি থেকে মনোনয়নপত্র কিনে বিএনপি থেকে বহিষ্কার হওয়া মতিউর রহমান মণ্টু পত্নীতলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পত্নীতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে তৃণমূল বিএনপি থেকে মনোনয়নপত্র কিনে বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন মতিউর রহমান মণ্টু। তিনি পত্নীতলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পত্নীতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের উল্লেখ করে তাকে বিএনপি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার পত্নীতলা উপজেলা বিএনপির দলীয় প্যাডে উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন স্বাক্ষরিত অব্যাহতিপত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে মতিউর রহমান মণ্টু বলেন, ‘আমি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করায় উপজেলা বিএনপি আমাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে।’

তৃণমূল বিএনপি থেকে ভোট করবেন কি না- এমন প্রশ্নের জবাবে মন্টু বলেন, ‘তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র তুলেছিলাম। কিন্তু কাগজপত্রে সমস্যা থাকার কারণে সেটি জমা দিতে পারিনি।’

কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সাংসদ শামসুজ্জোহা খান এ বিষয়ে বলেন, ‘আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি না। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও তৃণমূল বিএনপির পক্ষে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম তুলেছেন, যা সংগঠনের শৃঙ্খলা বিরোধী। এ কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের জনগণকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য বিএনপি লড়াই-সংগ্রাম করছে। লাখো নেতা-কর্মী জেল-জুলুম, নির্যাতনের শিকার হচ্ছে। সেখানে তিনি পাতানো নির্বাচনে কিভাবে যোগ দেন। এমন ব্যক্তির স্থান আমাদের দলে নেই।’

এ বিভাগের আরো খবর