বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজশাহীতে অটোরিকশায় ককটেল নিক্ষেপ

  • প্রতিবেদক, রাজশাহী   
  • ২৯ নভেম্বর, ২০২৩ ১৭:৫৫

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, দুপুরের দিকে একটি অটোরিকশাকে লক্ষ্য করে ককেটল হামলা চালানো হয়। ককটেলটি অটোরিকশায় বিস্ফোরিত হয়ে এর চালক এবং আরও এক যাত্রী আহত হন। ঘটনার পর স্থানীয়রা তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।

রাজশাহী শহরে একটি অটোরিকশা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ দুই আরাহী আহত হয়েছেন। ঘটনার পর তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে দেড়টার দিকে নগরীর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, দুপুরের দিকে একটি অটোরিকশাকে লক্ষ্য করে ককেটল হামলা চালানো হয়। ককটেলটি অটোরিকশায় বিস্ফোরিত হয়ে এর চালক এবং আরও এক যাত্রী আহত হন। ঘটনার পর স্থানীয়রা তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।

আহতরা হলেন- অটোচালক নগরীর হেতেমখাঁ এলাকার ৪৫ বছর বয়সী আব্দুর জলিল এবং যাত্রী মেহেরপুর জেলার ৩০ বছর বয়সী আবুল বাসার। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, রাজশাহী আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় একজন আহত হন।

নগরীর রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, ‘রাজশাহীর আদালত চত্বরের সীমানা প্রাচীরের বাইরে থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিস্ফোরিত হলে একজন সামান্য আহত হন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।’

ঘটনার পর আদালত চত্বরজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে জানিয়ে এ কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতি বর্তমানে পুরোপুরি স্বাভাবিক রয়েছে।’

এ বিভাগের আরো খবর