বিএনপির আন্দোলনের প্রভাব আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বুধবার দুপুরে সিলেট-১ আসনের প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মনোনয়ন জমা দেয়ার পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির আন্দোলনের নমুনা হলো রাতের অন্ধকারে লুকিয়ে আগুন জ্বালানো। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।’
তিনি আরও বলেন, ‘কে আসলো না আসলো সেটা বিষয় না, জনগণ সঙ্গে আছে কি না সেটাই দেখার বিষয়।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এবারের নির্বাচনে অনেক ভোট পড়বে, তাতেই নির্বাচনে গ্রহণযোগ্যতা আসবে।’ দেশের মানুষকে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসার আহ্বানও জানান তিনি।
সিলেট-১ আসনে এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গত নির্বাচনেও তিনি এ আসন থেকে নির্বাচিত হন।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদের ভোট হবে আগামী ৭ জানুয়ারি। এরই মধ্যে এ নিয়ে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। তবে বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে দাবিতে হরতাল-অবরোধ করে আসছে। এখনও নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত দেয়নি দলটি।