বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সোনারগাঁয়ে চলন্ত ট্রাকে আগুন, হেলপার দগ্ধ

  • প্রতিনিধি, নারায়ণগঞ্জ    
  • ২৯ নভেম্বর, ২০২৩ ০৮:৫৯

সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম জানান, হেলপার সায়মনের হাতের অংশ পুড়ে গেছে। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেছে স্থানীয়রা। ট্রাকে আগুন দেয়া দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের দিকে থাকা হেলপার দগ্ধ হয়েছেন।

এশিয়ান হাইওয়ে সড়কের উপজেলার বস্তল এলাকায় মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ হেলপার ২০ বছর বয়সী মোহাম্মদ সায়মন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সোনারগাঁয়ের তালতলা ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর-গাজিপুর এশিয়ান হাইওয়ে সড়কের সোনারগাঁয়ের বস্তল এলাকায় রাত দশটার দিকে দুর্বৃত্তরা ওই চলন্ত ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। ওই সময় ট্রাকের সামনের দিকে থাকা হেলপার সায়মন আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে সোনারগাঁয়ের একটি ইউনিট এসে আগুন নেভায়।

সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম জানান, হেলপার সায়মনের হাতের অংশ পুড়ে গেছে। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেছে স্থানীয়রা। ট্রাকে আগুন দেয়া দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে সড়ক থেকে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর