বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে বিচারককে জুতা ছুড়ে মারলেন ‘বিএনপি সমর্থক’

  • প্রতিবেদক, চট্টগ্রাম   
  • ২৮ নভেম্বর, ২০২৩ ১৮:২৪

অভিযুক্ত ওই ব্যক্তির নাম মনির খাঁ প্রকাশ মাইকেল। ৩১ বছর বয়সী মনির বঙ্গবন্ধুকে কটুক্তি মামলার আসামি এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার বাসিন্দা। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় পুলিশের দেয়া অভিযোগপত্রে তাকে বিএনপির সক্রিয় সমর্থক হিসেবে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রামে আদালত চলাকালে বিচারকের দিকে জুতা ছুড়ে মেরেছেন এক বিএনপি সমর্থক। তবে অল্পের জন্য রক্ষা পান বিচারক। পরপর ছুড়ে মারা দুটি জুতাই বিচারকের মাথার উপর দিয়ে দেয়ালে গিয়ে লাগে।

ঘটনার সময় আদালতে বেশ কয়েকজন আইনজীবী ও পুলিশসহ অন্তত ৫০ জন উপস্থিত ছিলেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন সবাই।

চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইবুনালে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) জাকির হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম মনির খাঁ প্রকাশ মাইকেল। ৩১ বছর বয়সী মনির বঙ্গবন্ধুকে কটুক্তি মামলার আসামি এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার বাসিন্দা। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় পুলিশের দেয়া অভিযোগপত্রে তাকে বিএনপির সক্রিয় সমর্থক হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশ পরিদর্শক (প্রসিকিউশন) জাকির হোসেন বলেন, ‘দুপুরে জাজ সাহেব আসার পরপরই এ ঘটনা ঘটে। ঘটনার পর তিনি অশ্রাব্য ভাষায় গালাগাল করছিলেন। তখন তাকে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

ঘটনার বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আজ বঙ্গবন্ধুকে কটুক্তি মামলায় তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। জাজ সাহেব এসে বসার সঙ্গে সঙ্গে সে জুতা ছুড়ে মারে৷ তবে উনি বসে যাওয়ায় জুতা মাথার উপর দিয়ে চলে যায়৷ এক সেকেন্ড এদিক-সেদিক হলে ওনার গায়ে লাগত।’

তিনি বলেন, ‘আকস্মিক এই ঘটনায় আমরা সবাই হতভম্ব হয়ে যাই। সে খুব বাজেভাবে গালাগাল করছিল। তাই আদালতের পরিবেশ নষ্ট হচ্ছিল। তাছাড়া সাক্ষী না আসায় আমরা পুলিশকে তাকে নিয়ে যেতে বলেছি।’

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১৩ জুন বিকেল পৌনে চারটায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২ মিনিট ৫১ সেকেন্ডের একটি লাইভ ভিডিও করে মনির৷ সেখানে বঙ্গবন্ধু, তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও সমমনা দলগুলো নিয়ে কটুক্তি করে। এ ঘটনায় ওই বছরের ২২ জানুয়ারি নাসিরনগর থানার উপ-পরিদর্শক তপু সাহা বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় পরদিন তাকে গ্রেপ্তার করে নাসিরনগর থানা পুলিশ।

এ বিভাগের আরো খবর