বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর গ্রামের বাড়িতে বিস্ফোরণ ও গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
এ ঘটনাকে ‘হামলা’ উল্লেখ করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন তিনি।
দাগনভূঞা পৌর শহরের আলাইয়ারপুরে সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে পৌরসভার আলাইয়ারপুর মিন্টুর গ্রামের বাড়িতে বিস্ফোরণের পর ‘মিন্টু গার্ডেনে’র সামনে থাকা প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়া হয়। ফেনী থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের ভাষ্য, ‘আবদুল আউয়াল মিন্টুর বাড়িতে আওয়ামী লীগের লোকজন বোমা হামলা করে ও গাড়িতে অগ্নিসংযোগ করে।’
উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন হামলা-অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী জড়িত নন বলে জানান।
দাগনভূঞা থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ রাশেদুল হক জানান, এ ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত লিখিত অভিযোগ পাননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।