বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নির্বাচন পর্যবেক্ষক নিয়ে আমরা সন্তুষ্ট: ইসি সচিব

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৮ নভেম্বর, ২০২৩ ১৪:৩৮

জাহাংগীর আলম বলেন, আজকে মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যেসব বিদেশি, সাংবাদিক নিজ খরচে আসবেন এবং নির্বাচন কমিশনের আমন্ত্রণে যারা আসবেন তাদের ব্যবস্থাপনা যারা নিয়োজিত থাকবে সে সব মন্ত্রণালয়, বিভাগ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে।

বিদেশি পর্যবেক্ষকদের বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে আসার ক্ষেত্রে আমরা ভালো সাড়া মিলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, বিদেশি পর্যবেক্ষকদের বাংলাদেশে আসার ক্ষেত্রে আমরা ভালো সাড়া পাচ্ছি। এখন পর্যন্ত তাদের সংখ্যা নিয়ে আমরা সন্তুষ্ট।

জাহাংগীর আলম বলেন, আজকে মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যেসব বিদেশি, সাংবাদিক নিজ খরচে আসবেন এবং নির্বাচন কমিশনের আমন্ত্রণে যারা আসবেন তাদের ব্যবস্থাপনা যারা নিয়োজিত থাকবে সে সব মন্ত্রণালয়, বিভাগ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে।

তিনি বলেন, সভায় এসব অতিথিদের আমরা কীভাবে নিরবিচ্ছিন্ন সেবা দিতে পারি সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বিমান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, বিমানবন্দর কর্তৃপক্ষ এদের সবাইকে নিয়ে আমরা একটি প্রস্তুতিমূলক সভা করেছি। এটা একটা আমাদের গতানুগতিক সভা কারণ প্রতিটা নির্বাচনের আগেই এসব বিদেশি অতিথিদের ব্যবস্থাপনা নিয়ে আমরা এ ধরনের আন্তঃমন্ত্রণালয় সভা করে থাকি।

জাহাংগীর আলম বলেন, যেসব অতিথিরা আসবেন তারা বিমানবন্দরে কীভাবে আসবেন, কোনো হোটেলে উঠবেন তারা কোথায় কোথায় যাবেন সহ তাদের নিরাপত্তা ব্যবস্থা করাসহ সবকিছুই এই সভায় উঠে এসেছে।

তিনি বলেন, এ জন্য আমরা বিমানবন্দরে একটা হেল্প ডেক্স গঠন করবে সেখান থেকে অতিথিরা ইমিগ্রেশন পার হয়ে হোটেলে আসবে এরপর হোটেলে আরেকটি হেল্প ডেক্স থাকবে। এ ছাড়াও অতিথিরা কোথায় কোথায় যাবেন সেখানে কী পরিমাণ পুলিশ থাকবে তাদের নিরাপত্তায়, অতিথিরা অসুস্থ হয়ে গেলে তাদের স্বাস্থ্য সেবা কী হবে সেটাও এই সভায় উঠে এসেছে।

ইসি সচিব বলেন, এখন পর্যন্ত নিচ খরচে যারা আসবেন এবং আমাদের আমন্ত্রিত অতিথি কতজন হবে সে সংখ্যা বলা যাচ্ছে না। কারণ আমরা নিজ খরচে আসা অতিথিদের আসার শেষ তারিখ ৭ ডিসেম্বর করেছি এবং আমন্ত্রিত অতিথিদের করেছি ১৫ ডিসেম্বর। তাই এদের আসার তারিখ শেষ হলেই এদের মোট সংখ্যা বলা যাবে।

এসব পর্যবেক্ষকদের কীভাবে নিরাপত্তা দেয়া হবে জানতে চাইলে সচিব মোহাম্মদ জাহাংগীর আলম বলেন, কোন ক্যাটাগরির পর্যবেক্ষক আসছে তার ওপর নির্ভর করবে তাদের নিরাপত্তা ব্যবস্থা ধরন। যেমন কোনো দেশের সিইসি আসলো; তার নিরাপত্তা ব্যবস্থা এক রকম হবে, কোনো দেশের নির্বাচন কমিশন সচিব আসলে তার নিরাপত্তার ব্যবস্থা এক রকম হবে, সাংবাদিক সহ অন্যান্যরা আসলে তার নিরাপত্তা ব্যবস্থা এক রকম হবে।

ইসি সচিব আরও বলেন, নির্বাচন পর্যবেক্ষণে যারাই আসার আবেদন করবেন আমরা তাদের আবেদন স্বরাষ্ট্র-পরাষ্ট মন্ত্রণালয় পাঠাব। তারা যাচাই-বাছাই করে তাদের নীতিমালা অনুযায়ী যাদের পাঠাবেন আমরা তাদের অ্যালাউ করব।

এ বিভাগের আরো খবর