বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাইবান্ধার পাঁচ আসনের তিনটিতেই নারী প্রার্থী নৌকার

  • প্রতিনিধি, গাইবান্ধা   
  • ২৮ নভেম্বর, ২০২৩ ১২:৪৯

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মিসেস আফরুজা বারী, গাইবান্ধা-২ (সদর) আসনে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে আ্যাডভোকেট উম্মে কুলসুস স্মৃতি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

গাইবান্ধার সাতটি উপজেলায় মোট সংসদীয় আসন পাঁচটি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পাঁচটি আসনের তিনটিতেই আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন নারী প্রার্থী। বাকি দুটি আসনে পেয়েছেন পুরুষ প্রার্থী।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মিসেস আফরুজা বারী, গাইবান্ধা-২ (সদর) আসনে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে আ্যাডভোকেট উম্মে কুলসুস স্মৃতি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মনোনয়ন কিনেছিলেন ১০ জন। তাদের মধ্যে মিসেস আফরুজা বারী সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ওই আসনের প্রয়াত আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন। ২০১৬ সালে সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের মৃত্যুতে অনুষ্ঠিত উপ-নির্বাচনেও মনোনয়ন চেয়েছিলেন তিনি।

সে সময় দল তাকে বাদ দিয়ে তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে মনোনয়ন দিলে তিনি এমপি নির্বাচিত হন। পরে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে তিনিও মারা যান। পরে আবারও উপ-নির্বাচন হলে দল মনোনয়ন দেন আফরুজা বারীকে। নির্বাচনে তিনি জাতীয় পার্টির ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীর কাছে হেরে যান। এছাড়া সর্বশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচনেও নৌকার মনোনয়ন পেয়ে জাতীয় পার্টির বর্তমান এমপি ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীর কাছে হেরে যান তিনি।

গাইবান্ধা-২ (সদর) আসনে মনোনয়ন কিনেছিলেন আটজন। তাদের মধ্যে পেয়েছেন এমপি মাহাবুব আরা বেগম গিনি। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য। জাতীয় নির্বাচনে জয়ে হেট্রিক হয়েছে তার। তিনি গাইবান্ধা সদর আসনে ২০০৮ সাল থেকে টানা তিন বারের আওয়ামী লীগের এমপি, এছাড়া তিনি জাতীয় সংসদের হুইপ। এ আসনে হেবিওয়েট প্রার্থী ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে আ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। তিনি ওই আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ড. ইউনুস আলীর মৃত্যুতে ২০২০ সালের উপ-নির্বাচনে এমপি নির্বাচিত হোন। এর আগে তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। এ আসনে মনোনয়ন ফরম কিনেছিলেন ১৩ জন।

বাকি দুটি আসনে পুরুষ প্রার্থী হলেন- গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে অধ্যক্ষ আবুল কালাম আজাদ। ওই আসনে এবার বাদ পড়েছেন বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এ আসনে আবুল কালাম আজাদ, মনোয়ার হোসেন চৌধুরীসহ দলের মনোনয়ন ফরম কিনেছিলেন ১৪ জন। এর মধ্যে হেবিওয়েট প্রার্থী ছিলেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান।

মনোনয়ন পাওয়া আবুল কালাম আজাদ জেলার বৃহত্তম এ আসনে ২০১৪ সালে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে মনোনয়ন পাওয়া মনোয়ার হোসেন চৌধুরীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৬ সালে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন তিনি।

এর আগে তিনি ২০০৪ সালে জাসদ নেতা থেকে গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন। পরে ২০০৫ সালে আওয়ামী লীগে যোগ দেন আবুল কালাম আজাদ। পরবর্তীতে ২০০৮ সালে গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

কিন্তু ২০১৬ সালে আদিবাসী সাঁওতালদের নির্যাতন-অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যার ঘটনার নেতৃত্বদানের অভিযোগে দেশে-বিদেশে বিভিন্নভাবে সমালোচিত হওয়া এবং ২০১৪ সালের জাতীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেয়ায় ২০১৮ সালে তাকে আওয়ামী লীগ মনোনয়ন দেয়নি বলে ধারণা তৃণমূলের।

২০১৮ সালে স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) সাবেক প্রধান প্রকৌশলী এবং ২০০৮ সালের নির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীকে ২০১৮ সালে মনোনয়ন দেয় আওয়ামী লীগ এবং তিনি নির্বাচিত হন।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। তিনি গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ২০২৩ সালের উপ-নির্বাচনে এমপি নির্বাচিত হোন।

এ আসনে মনোনয়ন ফরম কিনেছিলেন আট জন। তাদের মধ্যে হেবিওয়েট প্রার্থী ছিলেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের ডেপুটি স্পীকার প্রয়াত অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার কন্যা ফারজানা রাব্বী বুবলি।

এর আগে রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়নের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ বিভাগের আরো খবর