নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লরির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে একজনের মৃত্যুর হয়েছে। এ সময় আরও দুইজন অসুস্থ হয়ে পড়েন।
সিদ্ধিরগঞ্জে সোমবার সকালে এসও এলাকায় মেঘনা ডিপোর ল্যান্ডিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত ২২ বছর বয়সী আবু সাঈদ গোদনাইল এসও এলাকার নাজির মিয়ার ছেলে। তিনি এসও রোডের তেলের গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করতেন। এ ঘটনায় অসুস্থ হয়েছেন নিহত সাঈদের পিতা নাজির ও তার ছোট ভাই মুহাম্মদ ফাহিম। তাদের মধ্যে ফাহিমকে নগরীর খানপুরে তিনশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকালে ফাহিম লরির ভেতরে পরিস্কার করতে গিয়ে ট্যাংকির হাউজ পড়ে যায়। এ সময় ফাহিমকে উদ্ধার করতে নামেন তার পিতা নাজির। তিনি ফাহিমকে উদ্ধারের পর নিজেই আটকে পড়েন।
পিতাকে বাঁচাতে বড় ছেলে সাঈদ ট্যাংকিতে নামেন। নাজিরকে উপরের দিকে উঠিয়ে তিনি নীচে পড়ে যান। এ সময় অন্য গাড়ির চালক ও হেলপারা ছুটে গিয়ে রশি দিয়ে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাঈদকে মৃত ঘোষণা করেন।নিহতের পিতা নাজির বলেন, ‘গাড়িতে ফার্নেস অয়েল থাকার কথা জানতাম তবে তা থেকে বিষাক্ত গ্যাস হয়ে আছে তা জানা ছিল না।এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চললে জানিয়ে ওসি গোলাম মোস্তফা বলেন, ‘নিহত সাঈদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’