ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ‘শ্যামলীতে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে। পৌঁছানোর পূর্বেই স্থানীয় জনতা আগুন নিভিয়ে ফেলে।’
বিএনপিসহ সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন রাজধানীর শ্যামলীতে সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনের রাস্তায় বৈশাখী পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস সোমবার বিকেল পৌনে ৪টার দিকে আগুনের খবর পেয়ে ৩টা ৫১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে।
বাহিনীর জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ‘শ্যামলীতে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে। পৌঁছানোর পূর্বেই স্থানীয় জনতা আগুন নিভিয়ে ফেলে।’