রাজধানীর আগারগাঁওয়ে তারপিনের ড্রাম কাটতে গিয়ে আগুনে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন।
তালতলা এলাকায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ চারজন হলেন ১৮ বছর বয়সী রফিকুল ইসলাম, ২৬ বছর বয়সী মোজাফফর, ১৯ বছর বয়সী রবীন ও ৪৫ বছর বয়সী সরলাল দাস।
দগ্ধদের উদ্ধার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা তাদের সহকর্মী শফিকুল ইসলাম বলেন, ‘সোমবার সকালের দিকে আগারগাঁওয়ের তালতলায় একটি নির্মাণাধীন ভবনে গ্রেন্ডিং মেশিন দিয়ে ড্রাম কাটার সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে আমাদের চারজন সহকর্মী দগ্ধ হন। পরে আমরা তাদের উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে আসি।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘আগারগাঁও থেকে চারজন দগ্ধ শ্রমিককে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। তাদের বার্ন ইউনিটের অবজারভেশন কক্ষে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তিনজন সামান্য দগ্ধ এবং একজনের দুই হাত-পা দগ্ধ হয়েছে।’