বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে হবিগঞ্জে একটি পণ্যবাহী ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের ধুলিয়াখাল এলাকায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে প্রাণ-আরএফএল কোম্পানির পণ্যবাহী একটি ট্রাকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
এতে পুড়ে ছাই হয়ে গেছে প্রাণ-আরএফএল কোম্পানির পণ্যবাহী ট্রাকটি। সেই সঙ্গে ট্রাকে থাকা সব মালামালও পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেব এসব তথ্য নিশ্চিত করেছেন।
ট্রাকের চালক আব্দুস সাত্তার বলেন, ‘ট্রাকটি প্রাণ-আরএফএল কোম্পানির। মিরপুর থেকে ট্রাকটি বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য নিয়ে হবিগঞ্জ শহরের আলম বাজারে যাচ্ছিল। পথিমধ্যে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের ধুলিয়াখাল এলাকায় কবির কলেজের কাছে পৌঁছালে ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল নিয়ে ট্রাকে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে ট্রাকটির গতিরোধ করে ভাঙচুর করে। পরে তারা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।’
ট্রাকচালক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান, তবে এর আগেই পুরো ট্রাকটি পুড়ে ছাই হয়ে গেছে।
পরে হবিগঞ্জ সদর থানা পুলিশ ও আরএফএল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেন।