ক্ষমতাসীন আওয়ামী লীগ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করছে। এতে মনোনয়ন পেয়েছেন একঝাঁক তারকা। তারা কেউ ক্রিকেটের, কেউ চিত্রজগতের, কেউ প্রশাসনের, কেউবা রাজনীতির।
এ তালিকায় প্রথম চমক ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের জন্য মনোনয়নপত্র কিনেছিলেন। তাকে বরাদ্দ দেয়া হয় মাগুরা-১ আসন।
নড়াইল-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি এ আসনের বর্তমান এমপি এবং আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক। আর মানিকগঞ্জ-২ আসন থেকে বাদ পড়েছেন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তা নাঈমুর রহমান দুর্জয়।
ঢাকা-১০ ও ঢাকা-১৮ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনে তাকে মনোনয়ন দেয়া হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মানিকগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বাংলা লোকগানের জনপ্রিয় শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নীলফামারী-২ আসন থেকে বরাবরের মতো মনোনয়ন পেয়েছেন আলোচিত অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূর।
এবার চিত্রতারকাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ ছাড়া টাঙ্গাইল-১ আসন থেকে অভিনেতা সিদ্দিকুর রহমান, ঢাকা-১৪ থেকে ডিপজল, বরিশাল-৩ আসন থেকে নায়ক রুবেলের মতো তারকা মনোনয়নপত্র কিনেছিলেন। এর বাইরে মনোনয়নপত্র কিনেছিলেন নায়ক শাকিল খান, অভিনয়শিল্পী ড্যানি সিডাক, শিমলা, শমী কায়সার, রোকেয়া প্রাচীসহ অনেকে।
এদিকে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রশাসনের দুজন এবং পুলিশের একজন আলোচিত ব্যক্তি। তারা হলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ (জামালপুর-৫)। সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেয়েছেন পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। আর কিশোরগঞ্জ-২ আসনে পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদকে হটিয়ে মনোনয়ন বাগিয়েছেন আরেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ।
সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন পেয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ভাই চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। এমপি পদে নির্বাচন করতে তিনি সম্প্রতি শাল্লা উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। এই আসনের বর্তমান সংসদ সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনের স্ত্রী ড. জয়া সেনগুপ্ত।
সিরাজগঞ্জ-২ থেকে আওয়ামী লীগের মনোনয়ন বাগিয়ে সাড়া ফেলে দিয়েছেন ব্যাংক কেলেঙ্কারিতে নাম আসা জান্নাত আর হেনরি।
গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ২১ নভেম্বর সন্ধ্যায় মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, তিন হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ। এতে ক্ষমতাসীন দলটির আয় হয় ১৬ কোটি ৮১ লাখ টাকা।
গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর।
মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বরের পর প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। এরপর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।