বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজশাহীর ৬ আসনের ৪টিতেই আওয়ামী লীগের প্রার্থী বদল

  • প্রতিবেদক, রাজশাহী   
  • ২৬ নভেম্বর, ২০২৩ ১৯:২৮

রাজশাহীর ৬টি আসনের মধ্যে চারটিতেই এবার এমপি প্রার্থী হিসেবে নতুন মুখ এনেছে আওয়ামী লীগ। রাজশাহীর ৬ আসনের সবাই রাজনীতির সঙ্গে জড়িত।

রাজশাহীর ৬টি আসনের মধ্যে চারটিতেই এবার এমপি প্রার্থী বদল করেছে আওয়ামী লীগ। এই চার আসনে এসেছেন নতুন মুখ। নতুন যারা মনোনয়ন পেয়েছেন তাদের নির্বাচনী এলাকায় মিষ্টি বিতরণ হয়েছে। রাজশাহীর ৬টি আসনে যাদের মনোনয়ন দেয়া হয়েছে তারা সবাই রাজনীতির সঙ্গে জড়িত।

মনোনয়ন পাওয়া দুইজন এর আগে কোনো নির্বাচনে অংশ নেননি। এ দুইজন হলেন রাজশাহী সদর আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও রাজশাহ-৩ আসনের নতুন মুখ রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

রাজশাহী-১ আসনে প্রার্থী বদলের জোর গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত গত তিনবারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকেই আবারও মনোনয়ন দেয়া হয়েছে। তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

রাজশাহী-২ (মহানগর) আসনটিতে গত তিনটি নির্বাচনে আওয়ামী লীগের কাউকেই মনোনয়ন দেয়নি দলটি। গুরুত্বপুর্ণ এ আসনটি শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে ছেড়ে দেয়া হয়েছিল। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এই আসনের বর্তমান এমপি। এবার এই আসনে মনোনয়ন দেয়া হয়েছে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে। তবে শরিকদের সঙ্গে সমঝোতা হলে শেষ পর্যন্ত আবারও বাদশাকেই এই আসনটি ছেড়ে দেয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে গত দুইবারের এমপি আয়েন উদ্দিনকে বাদ দিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামানকে মনোনয়ন দেয়া হয়েছে। আয়েন উদ্দিনের বিরুদ্ধে স্থানীয় নেতা কর্মীদের বড় একটি অংশ জোরালো অবস্থান নিয়ে রেখেছেন। তার বিরুদ্ধে কর্ম নির্যাতনসহ নানান অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে আসাদুজ্জামান তৃণমুলে একজন জনপ্রিয় প্রার্থী ও দলের রাজনীতিতে তার দীর্ঘ ত্যাগ রয়েছে।

রাজশাহী-৪ (বাগমারা) আসনের বহুল আলোচিত ও হেভিওয়েট প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক শেষ পর্যন্ত মনোনয়ন দৌড়ে ছিটকে পড়েছেন। এই আসনে কম প্রভাবশালী প্রার্থী তাহেরপুর পৌর মেয়রকে মনোনয়ন দেয়া হয়েছে।

অন্যদিকে, এনামুলের অনুসারিদের অভিযোগ, এনামুল তিলে তিলে দলকে সংগঠিত করেছেন। অন্যদিকে আবুল কালাম আজাদ নেতা-কর্মীদের কাছে গ্রহণযোগ্য প্রার্থী ছিলেন না। নানা ধরনের বেআইনি কর্মকাণ্ডেও জড়িয়ে ছিলেন এমন একজনের মনোনয়নে এলাকায় হতাশা দেখা দিয়েছে।

তবে আবুল কালাম আজাদ বলেন, ‘দলের জন্য আমার ত্যাগ রয়েছে। দল আমাকে মুল্যায়ন করেছেন এ জন্য নেতা-কর্মীরাও খুশি।’

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বাদ পড়েছেন ডা. মনসুর রহমান। এখানে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০১৮ সালের নির্বাচনে দারাকে বাদ দিয়ে ডা. মনসুরকে মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ।

তবে আব্দুল ওয়াদুদ দারা বলেন, ‘দলের জন্য আমার ত্যাগ রয়েছে। নেত্রী সেটাই বিবেচনায় নিয়ে আমাকে আবার মনোনয়ন দিয়েছেন। এতে দলের নেতা-কর্মীরাও খুশি। তারা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন।’

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আবারও মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এই আসনে মোট ৬ জন মনোনয়ন চেয়েছিলেন। তবে শাহরিয়ার আলমই আবারও মনোনয়ন পাবেন এমন গুঞ্জন ছিল আগে থেকেই। এই নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের একটি অংশ শাহরিয়ারের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকলেও তারা প্রতিযোগিতায় টিকতে পারেনি এবার।

এ বিভাগের আরো খবর