আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার বিকেলে দলের প্রার্থী হিসেবে সাকিব ও ফেরদৌসের নাম ঘোষণা করেন।
আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার বিকেলে দলের প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করেন।
কাদের জানান, মাগুরা-১ আসনে সাকিব আল হাসান এবং ঢাকা-১০ আসনে ফেরদৌসকে মনোনয়ন দেয়া হয়েছে।