রাজধানীর মালিবাগের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার ৪৫ বছর বয়সী মিজানুর রহমানের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার গোসাই গোবিন্দপুরে।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) হাবিজ উদ্দিন বলেন, ‘শনিবার রাত ১১টার দিকে মালিবাগ ডিআইটি রোডে হোটেল সবুজ বাংলা (আবাসিক) এর চতুর্থ তলার একটি কক্ষে ওঠেন মিজানুর। রোববার সকালে হোটেল ম্যানেজারের মাধ্যমে খবর পেয়ে ওই রুম থেকে তার মরদেহ উদ্ধার করে পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা কক্ষের দরজা খোলা পাই। মৃত ব্যক্তি কক্ষের ভেতর বিছানার ওপর শোয়া অবস্থায় ছিলেন, তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা চলছে।’
এসআই বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়েছে।’