নারায়ণগঞ্জে সংঘবদ্ধ পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।
সদর উপজেলার ফতুল্লার দেওভোগের পূর্বনগর এলাকায় শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো ২২ বছর বয়সী কৃষ্ণা ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম মিয়া জানান, কৃষ্ণা একজন পেশাদার ছিনতাইকারী। শনিবার রাত ৯টার দিকে কৃষ্ণাসহ অপর দুই সহযোগী পূর্বনগর এলাকায় এক পথচারীর কাছ থেকে ছিনতাই করার সময় তিনি চিৎকার করলে এলাকাবাসী গিয়ে তাদের ধরতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তিনি আরও জানান, ওই সময় উত্তেজিত জনতা কৃষ্ণাকে আটক করে সংঘবদ্ধ পিটুনি দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে কৃষ্ণার সঙ্গে থাকা অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক কাজী মাসুদ জানান, কৃষ্ণার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ফতুল্লা ও সদর মডেল থানাসহ বিভিন্ন থানায় আটটি মামলা আছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।