গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ইট বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ট্রলিটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুর্ঘটনাকবলিত বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের লাভলু মল্লিকের ছেলে রায়হান মল্লিক ও শহিদ মল্লিকের ছেলে সানাল মল্লিক।
কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম জানান, পিরোজপুর থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো ব-১৪-৬৯৩১) দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রলি মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ট্রলির চালক রায়হান মল্লিক ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ট্রলি ও বাসে থাকা আরও ৫ জন আহত হন। আহতদের কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সানাল মল্লিক নামে ট্রলির অপর যাত্রী মারা যান। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে।