বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজশাহীতে এক দিনে ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু

  • প্রতিবেদক, রাজশাহী   
  • ২৪ নভেম্বর, ২০২৩ ১৬:৩৬

চলতি বছর রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগে এক দিনে দুজনের মৃত্যুর রেকর্ড ছিল। এ নিয়ে রামেক হাসপাতলে এ বছর ডেঙ্গুতে মৃত্যু হলো ৩৪ জনের।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তাদের মৃত্যু হয়।

চলতি বছর রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগে এক দিনে দুজনের মৃত্যুর রেকর্ড ছিল। এ নিয়ে রামেক হাসপাতলে এ বছর ডেঙ্গুতে মৃত্যু হলো ৩৪ জনের।

মৃত ডেঙ্গু রোগীরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার আসগার আলীর ছেলে ৪২ বছর বয়সী রাবিউল ইসলাম, নওগাঁর আত্রাই উপজেলার মো. সাকিমের ছেলে ৪৩ বছরের মো ফারুক, রাজশাহীর বাঘা উপজেলার জিল্লুর রহমানের ছেলে ১৪ বছরের মো. আরাফাত ও রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা এলাকার ৭০ বছরের পুলক কুমার চক্রবর্তী।

শুক্রবার দুপুরে রামেক হাসপাতালের পরিচালক ব্র্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যারা মারা গেছে তাদের মধ্যে কেবল রবিউল সম্প্রতি ভারতে গিয়েছিয়েছিলেন। এ ছাড়া বাকিদের কোনো ভ্রমণ ইতিহাস নেই। তারা স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ৩৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

শামীম আহাম্মদ বলেন, ডেঙ্গু জ্বর নিয়ে এখন পর্যন্ত রামেকে ভর্তি হয়েছেন ৫ হাজার ১৭ জন রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৬৮ জন রোগী। বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ হাজার ৮৫৬জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৮ জন।

এ বিভাগের আরো খবর