আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন দলটির মনোনয়নপ্রত্যাশী ক্রিকেটার সাকিব আল হাসান।
রাজধানীর ধানমন্ডিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদকের কক্ষে গিয়ে কাদেরের সঙ্গে দেখা করেন এ ক্রিকেটার।
সাকিব আল হাসান সন্ধ্যা ছয়টার দিকে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন। তিনি ৬টা ৫০ মিনিটে কার্যালয় থেকে বের হয়ে যান, তবে এ বৈঠকের সময় সাংবাদিক বা নেতা-কর্মী কাউকে ওই কক্ষে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। ওবায়দুল কাদের বা সাকিবের পক্ষ থেকেও সাংবাদিকদের সাক্ষাতের বিষয়বস্তু জানানো হয়নি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে গত ২১ নভেম্বর তিনটি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন সাকিব আল হাসান। তিনি মাগুরা-১ ও ২ আসন এবং ঢাকা-১০ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন।