নারায়ণগঞ্জে সংঘবদ্ধ পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শহরের নিতাইগঞ্জের কাঁচারী গলি এলাকায় বুধবার রাতের এ ঘটনায় নিহত হাবিবুর রহমান হাবু নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১৬ নম্বর ওয়ার্ডের দুই নম্বর বাবুরাইল এলাকার বাসিন্দা ছিলেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শাহাদাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে আমরা জেনেছি, হাবুর ছিনতাইয়ে ওই এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। সে প্রায় রাতেই সেখানে দলবল নিয়ে ছিনতাই করতে যেত এবং স্থানীয়দের ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিত।
সংঘবদ্ধ পিটুনিতে নিহতের বিষয়ে ওসি বলেন, ‘গত রাতেও একইভাবে হাবু তার দুই সহযোগীকে নিয়ে ওই এলাকায় ছিনতাই করতে যায়। এ সময় তারা ছিনতাইয়ের চেষ্টা করলে এলাকাবাসী হাবুকে আটক করে এবং মসজিদের মাইকে ডেকে লোক জড়ো করে। উত্তেজিত জনতা হাবুকে পিটুনি দিলে সে মারা যায়। তার সঙ্গে থাকা অন্য দুই সহযোগী পালিয়ে যায়।’
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, জনতার পিটুনিতে ঘটনাস্থলেই হাবু মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাবুকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।ওসি বলেন, ‘তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’