রাজনীতির মাঠে আওয়ামী লীগের কোনো প্রতিপক্ষ নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে দলটির সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান।
জেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইলে বুধবার ইব্রাহিম টেক্সটাইল মিলের মাঠে থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত শান্তি মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দেড় মাসে আওয়ামী লীগের আলোচিত এ রাজনীতিক বিএনপির নাম উল্লেখ না করে বলেন, ‘আমরা কাদের সঙ্গে খেলব? খেলার মাঠে তো কেউ নাই। ওরা (বিএনপি) রাতের বেলায় চোরের মতো নামে। আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে। ওদের তো আমরা মানুষ মনে করি না। আমরা মনে করি তারা ইবলিশ শয়তানের বংশধর। কারণ যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে, তারা আর যাই হোক মানুষ হতে পারে না।’বিএনপিকে নিয়ে শামীম ওসমান আরও বলেন, ‘বিএনপি ভোটে না এসে ২০১৩, ২০১৪, ২০১৫ সালে যেভাবে মানুষ পুড়িয়ে মেরেছিল, আবারও তাই করছে। ট্রেনে নাশকতার চেষ্টা করা হচ্ছে, ট্রেনের বগিতে আগুন দেওয়া হচ্ছে। লন্ডন থেকে বসে তারেক এসব করাচ্ছে।’দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অন্তত ২০০ আসনে বিজয়ী হবে উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘আগামী ৭ ডিসেম্বরের পর থেকে দিনগণনা শুরু করেন। জাতির পিতার কন্যা সব কিছু ছাড় দেবেন, কিন্তু যারা জনগণের পেটে লাথি দেয়, যারা জনগণকে কষ্ট দেয়, সে যেই হোক না কেন, এমনকি আমি শামীম ওসমান হলেও তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ছাড় দেবেন না।’দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘আপনারা সজাগ থাকবেন। সামনের আট-দশ দিন আরও ক্রাইসিস (সংকট) সৃষ্টির চেষ্টা করা হবে। শয়তান যেমন আল্লাহর রহমতের সঙ্গে পারে না, ওই অপশক্তিরাও শেখ হাসিনার সঙ্গে পারবে না। আল্লাহর রহমত তার সঙ্গে আছে। সামনে বিজয় সুনিশ্চিত।’