বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ে স্থানীয় সময় মঙ্গলবার এ কথা বলেন। খবর ইউএনবির
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে আমরা এটাই দেখতে চাই।’
তিনি বলেন, এটাই যুক্তরাষ্ট্রের নীতি, যেমনটা তিনি বেশ কয়েকবার স্পষ্ট করেছেন।
মানবাধিকারের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ‘বিএনপি কর্তৃক পরিকল্পিত’ রাজনৈতিক সহিংসতার নিন্দা জানাবে কি না- এমন প্রশ্নে মিলার বলেন, ‘আমি মনে করি আমি আমার আগের উত্তরেই এর জবাব দিয়েছি।’
নির্বাচন কমিশন ইতোমধ্যে ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। প্রধান বিরোধী দল বিএনপি এখনও নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে আওয়ামী লীগ ও সমমনা দলগুলোর সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।