বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিলেটে সাবেক মেয়র আরিফের বাসায় ককটেল হামলা

  • প্রতিবেদক, সিলেট   
  • ২১ নভেম্বর, ২০২৩ ২৩:১১

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিন ব্যক্তি আরিফুল হকের বাসা ও গেটের সামনের রাস্তায় ককটেল হামলা চালায়। এ সময় হামলাকারীদের একজন মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করেন।

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বাসা লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণের ঘটিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট নগরের কুমারপাড়া এলাকায় তার বাসার গেটের সামনে থেকে এই বিস্ফোরণ ঘটানো হয়। তবে আরিফুল হক চৌধুরী এ সময় বাসায় ছিলেন না। এতে কেউ হতাহত হওয়ার ঘটনাও ঘটেনি।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, তিনজনের একটি দল আরিফুল হকের বাসা লক্ষ্য করে ও গেটের সামনের রাস্তায় ককটেলের বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে বাসা লক্ষ্য করে একটি ও গেটের অদূরে রাস্তার ওপর দুটি ককটেল ফোটানো হয়। এ সময় তাদের একজন মোবাইল ফোনে ঘটনার দৃশ্য ধারণ করছিলেন।

খবর পেয়ে দলীয় নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থলে আসে। সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ জানান, দুর্বৃত্তদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ককটেল হামলার ব্যাপারে আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমার বাসার সামনে সকাল থেকেই পুলিশ সদস্যরা রয়েছেন। তাদের উপস্থিতিতে কিভাবে এ ঘটনা ঘটলো- এটা আমার প্রশ্ন।

নগরবাসীর কাছে বিচার চেয়ে আরিফ বলেন, ‘আমার কী অপরাধ? এমন ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

‘পরিবারের সদস্যদের নিয়ে বাড়িঘরে থাকাটা এখন আর নিরাপদ না। সিলেটে কখনও এই পরিবেশ ছিল না যে নেতাদের বাড়িঘরে হামলা হয়।’

এ বিভাগের আরো খবর