বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে ২৩ দিনে বিএনপি-জামায়াতের ৯ শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার

  • প্রতিনিধি, চট্টগ্রাম   
  • ২১ নভেম্বর, ২০২৩ ১৭:৪৩

চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বরত মো. ইদ্রিস আলী বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে এবং করছে। কিন্তু পুলিশ কোনো কারণ ছাড়াই হামলা করছে, মামলা দিচ্ছে। আসামি করা হয়েছে হাজার হাজার নেতা-কর্মীকে। বাসা বাড়িতে হানা দিচ্ছে পুলিশ। কেউ ঘরে থাকতে পারছেন না।’

চট্টগ্রামে টানা হরতাল-অবরোধ চলাকালে বেশ কিছু সহিংস ঘটনা ঘটেছে। এ সময় চট্টগ্রাম মহানগর ও জেলাজুড়ে অন্তত ১৩টি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মামলা হয়েছে ৫৪টি যাতে গ্রেপ্তার হয়েছেন বিএনপি-জামায়াতের ৯ শতাধিক নেতা-কর্মী।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।

এরপর থেকে দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি দিয়ে আসছে দলগুলো। সর্বশেষ সোমবার পর্যন্ত দুইদিন হরতাল পালন করা হয় দেশজুড়ে। মঙ্গলবার বিরতি দিয়ে আবার বুধ ও বৃহস্পতিবার দুইদিন অবরোধের ডাক দিয়েছে বিএনপি-জামায়াত।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হরতাল-অবরোধ শুরুর পর থেকে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার বিভিন্ন এলাকা এবং জেলাজুড়ে মোট ১৩টি যানবাহনে আগুন দেয়া হয়েছে। এসব যানবাহনের মধ্যে রয়েছে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, অটোরিকশা ইত্যাদি।

তবে বাস্তবে এ সংখ্যা আরও বেশি হতে পারে।

এ ব্যাপারে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘বিএনপি-জামায়াত সন্ত্রাস করছে, মানুষ পুড়িয়ে মারছে, চারিদিকে নাশকতা করছে। সাধারণ মানুষ তাদের পক্ষে নেই। কেউ তাদেরকে পছন্দ করে না।’

সিএমপির উপ-কমিশনার আবদুল ওয়ারিশ বলেন, ‘বিনা কারণে গ্রেপ্তারের কোনো সুযোগ নেই। তারা গাড়িতে আগুন দিচ্ছে, হামলা ও ভাঙচুর করছে। পুলিশ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করছে।’

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম এ মালেক বলেন, ‘২৮ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত চট্টগ্রাম বিভাগে ২০টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে শুধু চট্টগ্রাম জেলাতেই আগুনে পুড়েছে ১৩টি গড়ি।’

চট্টগ্রাম বিএনপি সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে চট্টগ্রাম নগরী ও জেলায় মোট ৫৪টি মামলা করা হয়েছে। এসব মামলায় কয়েক হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে; গ্রেপ্তার করা হয়েছে ৯২৮ জনকে। এর মধ্যে মহানগরে মামলা হয়েছে ২০টি। গ্রেপ্তার হয়েছেন ৪৩৮ জন। জেলার উত্তরের থানাগুলোতে মামলা হয়েছে ১৯টি। সেখানে গ্রেপ্তার করা হয়েছে ২৫০ জনকে। একইভাবে দক্ষিণ জেলার আওতাধীন থানাগুলোতে ১৫টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২৪০ জন নেতা-কর্মীকে।

চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বরত মো. ইদ্রিস আলী বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে এবং করছে। কিন্তু পুলিশ কোনো কারণ ছাড়াই হামলা করছে, মামলা দিচ্ছে। ২৮ অক্টোবরের পর থেকে মোট ৫৪টি মামলা দেয়া হয়েছে। আসামি করা হয়েছে হাজার হাজার নেতা-কর্মীকে। বাসাবাড়িতে হানা দিচ্ছে পুলিশ। কেউ ঘরে থাকতে পারছেন না।’

এ বিভাগের আরো খবর