যশোরের বেনাপোল থেকে বালতিতে থাকা ২১ টি ককটেল উদ্ধার করেছে র্যাব।
যশোর ক্যাম্পের র্যাব-৬-এর অভিযানে বেনাপোল বন্দর থানার ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পশ্চিম পাশে ঝোপের মধ্য থেকে মঙ্গলবার ভোরে এ ককটেলগুলো উদ্ধার করা হয়েছে।
মেজর মোহাম্মদ সাকিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ককটেল মজুদের কথা জানতে পেরে এ অভিযান পরিচালনা করা হয়। ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া ককটেল দিয়ে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে একত্রিত করা হয়েছিল। ককটেল মজুদকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার ককটেলের জব্দ তালিকা যশোর জেলার বেনাপোল বন্দর থানা ও কোতয়ালী মডেল থানায় জিডিসহ হস্তান্তর করা হয়েছে।