বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৯ ঘণ্টা পর ঢাকার-উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

  • প্রতিনিধি, টাঙ্গাইল   
  • ২১ নভেম্বর, ২০২৩ ১৫:১৩

ঘারিন্দা রেলস্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল বলেন, ‘উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর পৌন পাঁচটার দিকে সদরের বেতর এলাকায় পৌছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী বগি ছিল। দুপুর দুইটার দিকে লাইনচ্যুত ট্রেনটি অপসারণ করা হয়। পরে উদ্ধার কাজ শেষে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

দীর্ঘ ৯ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের লাইচ্যুত বগি উদ্ধার করতে আসে।

এ সময় উদ্ধারকারী রিলিফ ট্রেনটির ক্রেনের ভুম বিকল হওয়ায় উদ্ধার কাজ ব্যহত হয়। পরে ম্যানুয়ালি লাইনচ্যুত ট্রেনটির চাকাসহ বগিটি রেল লাইনে উঠানো হয়। পরে ওই বগিটি রেলওয়ে শ্রমিকরা ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার নিয়ে যাওয়ার পর ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়।

দুপুর দুইটার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটির অন্যান্য বগিগুলো সড়িয়ে নেয়া হয়। তবে রেললাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো ঠিক করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার দিকে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ঘারিন্দা রেলস্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল বলেন, ‘উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর পৌন পাঁচটার দিকে সদরের বেতর এলাকায় পৌছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী বগি ছিল। দুপুর দুইটার দিকে লাইনচ্যুত ট্রেনটি অপসারণ করা হয়। পরে উদ্ধার কাজ শেষে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

এ বিভাগের আরো খবর