রাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
জিপিও জিরো পয়েন্টে সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় প্রাণ হারানো যুবকের নাম আকরাম হোসেন।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
পল্টন থানার এসআই মোহাম্মদ আলী বলেন, ‘রাতে আমরা সড়ক দুর্ঘটনায় একজন মারা যাওয়ার খবর পেয়ে গুলিস্তান (জিপিও) জিরো পয়েন্টে যাই। সেখানে এক যুবককে পরে থাকতে দেখে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাই।’
তিনি বলেন, ‘ওই যুবকের নাম জানা গেলেও পরিচয় এখনও পাওয়া যায়নি। ঘটনার পর চালক দ্রুত ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। আমরা গাড়িটি শনাক্তের চেষ্টা করছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা যেতে পারে।’
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।