বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কু‌ড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম‌্যান জাফর আলীর পদত্যাগ

  • প্রতি‌নি‌ধি, কুড়িগ্রাম   
  • ২০ নভেম্বর, ২০২৩ ১৭:২১

কু‌ড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম‌্যান জাফর আলী বলেন, ‘জেলায় সরকারের উন্নয়ন কর্মকান্ড তরা‌ন্বিত করার পাশাপা‌শি দলকে আরও শ‌ক্তিশালী করার জন‌্য কুড়িগ্রাম সদর আসনে সংসদ সদস‌্য হিসেবে আওয়ামী লীগের দলীয় প্রার্থী প্রয়োজন। আশা কর‌ছি প্রধানমন্ত্রী সা‌র্বিক বিষয় বিবেচনায় নিয়ে আমা‌কে মনোনয়ন দেবেন।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কু‌ড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার প্রত‌্যাশায় জেলা প‌রিষদের চেয়ারম‌্যান পদ থেকে পদত‌্যাগপত্র জমা দি‌য়েছেন কু‌ড়িগ্রাম জেলা প‌রিষদের চেয়ারম‌্যান ও জেলা আওয়ামী লীগ সভাপ‌তি এবং সাবেক এমপি জাফর আলী।

সোমবার দুপুরে তিনি নিজেই এ তথ‌্য নি‌শ্চিত করে বলেন, ‘সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত‌্যাশায় দুপুর ১২টার দিকে মন্ত্রণালয়ে গি‌য়ে জেলা প‌রিষদ চেয়ারম‌্যান পদ থেকে পদত‌্যাগপত্র জমা দিয়ে‌ছি। আমি আশা ক‌রি দলীয় সভাপ‌তি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা আমাকে কু‌ড়িগ্রাম-২ আসন থেকে মনোনয়ন দেবেন।’

সাবেক সংসদ সদস‌্য ও জেলা আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘জেলায় সরকারের উন্নয়ন কর্মকান্ড তরা‌ন্বিত করার পাশাপা‌শি দলকে আরও শ‌ক্তিশালী করার জন‌্য কুড়িগ্রাম সদর আসনে সংসদ সদস‌্য হিসেবে আওয়ামী লীগের দলীয় প্রার্থী প্রয়োজন। আশা কর‌ছি প্রধানমন্ত্রী সা‌র্বিক বিষয় বিবেচনায় নিয়ে আমা‌কে মনোনয়ন দেবেন।’

দলীয় সূত্রে জানা যায়, জাফর আলী ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান আমান উ‌দ্দিন আহমেদ মঞ্জু এবং একুশে পদক প্রাপ্ত পাবলিক প্রসিকিউটর জেলা আওয়ামী লীগের সহ-সভাপ‌তি আব্রাহাম লিংকন সহ কু‌ড়িগ্রাম-২ আসন থে‌কে এখন পর্যন্ত অন্তত ১০ জন দলীয় মনোনয়নপত্র কি‌নেছেন।

এ বিভাগের আরো খবর