পাবনায় এক যাত্রীর ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পাবনা-নরসিংদী রুটের মাছরাঙ্গা পরিবহনের বাসে সোমবার রাতে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো ২৫ বছর বয়সী হেলপার জুবায়ের রহমান। তিনি সদর উপজেলা গাছপাড়া খাঁপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
আটক ৪০ বছর বয়সী মারুফ হোসেন সুমন সদর উপজেলার আরিফপুর এলাকার বাসিন্দা।
নিহতের পরিবার জানায়, ঢাকার গাবতলী থেকে বাসযাত্রী সুমনের সঙ্গে সুপারভাইজার ও হেলপার জুবায়ের কথা কাটাকাটি হয়। পাবনায় এসে বাস থামালে সুমনের লোকজন এসে গাড়ির ড্রাইভার ও সুপারভাইজারের সঙ্গে মারামারি শুরু করে। ওই সময় সুমনের লোকজনের ছুরিকাঘাতে জুবায়ের গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ওসি রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে।