ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ার ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৪ জন।
বালুয়াকান্দি এলাকায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো পথচারী ১০০ বছর বয়সী আব্দুর রব বেপারি। তিনি গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন।
আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ১১ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মাহবুব (৩৫), মহসিন (৪৫), বাবুল মিয়া (৫৫), বাদল মিজি (৬০), শরীফ প্রধান (২৬), রফিকুল ইসলাম (৫৫), শরীফ হোসেন (৪৫), আনিসুর রহমান (২২), শাহাজালাল বেপারি (৩৫), কাউসার (১৮) ও আলমগীর হোসেন (৩০)।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকাল সাড়ে আটটার দিকে মতলব থেকে ঢাকাগামী জৌনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস গজারিয়া অংশের বালুয়াকান্দি আকিজ পেপার মিল বরাবর এলে সামনে থাকা জৈনপুর পরিবহনের আরেকটি বাসকে ওভারটেকিং করতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
আহত বাসযাত্রী আনিসুর রহমান বলেন, ‘প্রথম থেকেই চালক বেপরোয়াভাবে বাসটি চালাচ্ছিলেন। ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় আসার পরও যাত্রীরা তাকে আস্তে চালাতে বলেছিল তিনি সেটা শোনেননি।’
এ বিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, ‘খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাবুল মিয়া নামে একজনকে আমাদের অ্যাম্বুলেন্সে করে ঢাকা পাঠানো হয়েছে।’
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রকিবুল হাসান বলেন, ‘আমাদের হাসপাতালে ছয়জন রোগী এসেছেন। তাদের মধ্যে আব্দুর রব বেপারিকে আমরা মৃত ঘোষণা করি। মাহবুব এবং মহসিনের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। বাকিদের আঘাত গুরুতর নয় বলে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।’
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, ‘মরদেহ গজারিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসটির চালক ও হেলপার পলাতক।’