বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজধানীতে ককটেল বিস্ফোরণে যুবলীগ কর্মীসহ দুজন আহত

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২০ নভেম্বর, ২০২৩ ১০:৩৬

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া দুটি ঘটনাই নিশ্চিত করে বলেন, ‘পল্টন থেকে যুবলীগ সদস্য ও ওয়ারী থেকে এক নারী ককটেল বিস্ফোরণে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে দুজনই চলে গেছেন, তবে এরা সামান্য আহত হয়েছেন।’

বিএনপিসহ সমমনাদের ডাকা হরতালের রাতে রাজধানীর পল্টনে ককটেল বিস্ফোরণে যুবলীগের এক সদস্য আহত হয়েছেন।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের কিছুটা দূরে সোনালী ব্যাংকের সামনে রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত রিয়াদুল রশিদ ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য। তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা।

ঘটনার পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

রিয়াদুলকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া তার সহপাঠী ফুয়াদ হাসান বলেন, ‘আমরা গুলিস্তান বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ অফিসের কিছু অদূরে সোনালী ব্যাংকের ফুটপাতে সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম। তখন কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে রিয়াদুলের ডান হাতের কনুই ও শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে।’

এদিকে রাজধানীর ওয়ারীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক নারী আহত হয়েছেন। ওয়ারী থানার সামনে রোববার রাত ৯টার দিকে ঘটনা ঘটে।

আহত ৫৫ বছর বয়সী মাকসুদা বেগম গেন্ডারিয়া ধুপখোলার ডিস্টিলারি রোডে সন্তান নিয়ে থাকেন।

ককটেল বিস্ফোরণে আহত মাকসুদা বেগমের ভাষ্য, ‘আজ সন্ধ্যার দিকে আমার ছেলেকে রাস্তা থেকে সন্দেহজনকভাবে পুলিশ ধরে থানায় নিয়ে যায়। আমি এ খবর পেয়ে ওয়ারী থানার সামনে গেলে হঠাৎ করে দুটি বিস্ফোরণ ঘটে এতে আমার দুই হাতে ক্ষত হয়ে যায়। পরে আত্মীয়-স্বজনরা আমাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া দুটি ঘটনাই নিশ্চিত করে বলেন, ‘পল্টন থেকে যুবলীগ সদস্য ও ওয়ারী থেকে এক নারী ককটেল বিস্ফোরণে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে দুজনই চলে গেছেন, তবে এরা সামান্য আহত হয়েছেন।’

এ বিভাগের আরো খবর