চট্টগ্রাম নগরে যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে দুজনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ।
ডবলমুরিং থানা এলাকার আগ্রাবাদ থেকে রোববার রাতে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন চট্টগ্রাম মহানগরের ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোস্তফা ও তার সহযোগী বিএনপির কর্মী মো. মাইনুদ্দিন৷
তবে বিএনপির অভিযোগ, মশাল মিছিল বের করার সময় দুজনকে আটক করে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ।
দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী বলেন, ‘তারা আগ্রাবাদ জাম্বুরি পার্কের সামনে পার্ক করে রাখা বাসে আগুন দেয়ার চেষ্টা করছিল। কিছু মশাল ও কেরোসিনসহ তাদের হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
এদিকে বাসে অগ্নিসংযোগ চেষ্টার প্রতিবাদে ডবলমুরিং থানা এলাকায় যৌথভাবে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ ও শ্রমিক লীগ। ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম ও সাধারণ সম্পাদক রাকিব হায়দারের নেতৃত্বে মিছিলে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসম্পাদক কালাচাঁদ ভট্টাচার্য সিমান্ত, ডবলমুরিং থানা ছাত্রলীগের সহসভাপতি মো. আরমান, তারেক বাপ্পি, আলমগীর হায়দার নাদিম, সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের বক্তৃতা ও বিতর্ক সম্পাদক শাকিল হোসেন, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরেফীন চৌধুরী রবিন, আবিদুল আমিন রাফা, আবদুল মজিদ বিপ্লব, দিদারুল আলম দিপু, মো. এহেসান, মো. মারুফ, ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. হিরো, মোহাম্মদ পারভেজ পাটোয়ারী, ইমরান, মো. মনির, মো. সবুজ তাহনুনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
দুজনকে আটকের বিষয়ে ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দার বলেন, ‘তারা সারা দিন ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। এতে কয়েকজনের সন্দেহ হয়। একপর্যায়ে সন্ধ্যার পর মশাল, কেরোসিন আর পাউডার নিয়ে জাম্বুরি পার্কের সামনে পার্ক করে রাখা বাসে আগুন দেয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা সাধারণ মানুষকে নিয়ে তাদের আটক করে পুলিশে খবর দেয়।
‘বাসে অগ্নিসংযোগ চেষ্টার প্রতিবাদে তাৎক্ষণিক আমরা ওই এলাকায় বিক্ষোভ মিছিল করেছি।’
মশাল মিছিল বের করার সময় দুজনকে আটক করে মারধরের পর ছাত্রলীগ পুলিশের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির চট্টগ্রাম মহানগর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী বলেন, ‘স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা হরতাল, অবরোধের সমর্থনে মশাল মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের আটক করে বেড়ধক পিটিয়ে পুলিশের হাতে দিয়ে দেয়। আমরা তাদের আটকের তীব্র নিন্দা জানাই।’