বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হরতালের প্রথম দিনে বিভিন্ন স্থানে সংঘর্ষ গাড়িতে আগুন গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৯ নভেম্বর, ২০২৩ ২২:৩০

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ৩০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের প্রথম দিন রোববার সন্ধ্যা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে যানবাহনে আগুন, সংঘর্ষ, পুলিশের ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ দিন বিএনপির আরও ৫১০ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ থেকে রোববার পর্যন্ত সারা দেশে সাড়ে ১৬ হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সারা দেশে বিএনপি ও সমমনা দলের নেতা-কর্মীরা রোববার ঝটিকা মিছিল করেছেন। দেশের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে।

রাজধানীতে রোববার যানবাহনের চাপ আগের চেয়ে কম ছিল। বেলা গড়িয়ে সন্ধ্যায় সব ধরনের যানবাহন চলাচল কিছুটা বেড়ে যায়। কোনো কোনো সড়কে দেখা গেছে যানজটও। তবে গত কয়েক দিনের মতো এদিনও দূরপাল্লার বাস খুব একটা চলেনি।

দ্বাদশ সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি রবি ও সোমবার ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি দেয়। সমমনা দলগুলোও একই কর্মসূচি ঘোষণা করে।

এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ৩০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

এ পর্যন্ত র‍্যাবের চার শতাধিক টহল টিম যাত্রীবাহী, পণ্যবাহী যানবাহন ও তেলবাহী লরি মিলিয়ে সাড়ে ১৭ হাজারের বেশি গাড়িকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন থেকে জারি করা বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন করে যাচ্ছে র্যাব।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, ২৮ অক্টোবর থেকে যানবাহনের আগুন, নাশকতা ও হামলায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ২ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে তারা।

ঢাকায় বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘হরতাল ও অবরোধে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের সরকারি কাজে বাধা দেয়ার ঘটনা ঘটেছে। এমনকি বিভিন্ন জায়গায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে জনমনে ভীতির সৃষ্টি করছে তারা।’

রাজধানীর মিণ্টো রোডের নিজ কার্যালয়ে রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপির ডাকা সমাবেশে হামলা ভাঙচুর ও পুলিশকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজন ও গাড়িতে আগুন দেয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তারের কথা জানান তিনি।

র‍্যাবের ভাষ্য, হরতালকে কেন্দ্র করে গাড়িতে আগুন, ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার ২৫ জনকে গ্রেপ্তার করেছে তারা। গত ২৮ অক্টোবর থেকে নিয়ে রোববার পর্যন্ত র্যাবের অভিযানে ৫২২ জনকে গ্রেপ্তার করা হয়।

রিজভীর দাবি

শনিবার রাত ৮টা থেকে সারা দেশে আরও ১৮ মামলায় ৫১০ জনকে গ্রেপ্তারের দাবি করেছে বিএনপি। এসব মামলায় মোট আসামি করা হয়েছে ২ হাজার ৮৫ জনকে। বিভিন্ন এলাকায় হামলায় আহত হয়েছেন বিএনপির শতাধিক নেতা-কর্মী। এ নিয়ে গত ২২ দিনে ৭০৭ মামলায় দলটির ১৬ হাজার ৭০১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময়ের মধ্যে আহত হয়েছেন ৬ হাজার ৩২৪ জন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী রোববার এ দাবি করেছেন।

যানবাহনে আগুন

৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচি শুরু আগের শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ১২টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে ঢাকা সিটিতে পাঁচটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, জয়পুরহাট ও রাজশাহী ) চারটি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, কুমিল্লা) দুইটি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি যানবাহনে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, ‘শনিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা (দুর্বৃত্ত) ১২টি যানবাহণে আগুন দেয়। এ ঘটনায় সাতটি বাস, একটি কাভার্ডভ্যান, একটি ট্রাক, একটি সিএনজি, একটি পিকআপভ্যান, একটি ট্রেন (তিনটি বগি) পুড়ে যায়। আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০ ইউনিট কাজ করে।

বাসে আগুন দেখে মালিক অজ্ঞান

চলমান হরতালের দুপুরে গাজীপুর মহানগরীর শহীদ বরকত সরণি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আর আগুন দেয়ার দৃশ্য দেখে বাসের মালিক ও চালক দেলোয়ার হোসেন অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। আগুনে পুড়ে যাওয়া বাসটি দূরপাল্লার ছিল।

চট্টগ্রামে বাস ও মিনি ট্রাকে আগুন

রোববার রাতে চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় একটি বাস এবং কর্ণফুলী এলাকায় একটি মিনি ট্রাকে আগুন দেয় দূর্বৃত্তরা। চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, ‘র্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের পাশে বহদ্দারহাট রোড অ্যান্ড হাইওয়ে অফিসার্স কোয়ার্টারের সামনে বাসটিতে আগুন দেয়া হয়।

রাজশাহীতে দুটি যানবাহনে আগুন

বিকালে রাজশাহী চাপাইনবাবগঞ্জ মহাসড়কে একটি বাসে এবং শনিবার রাত পৌনে ১০ টার দিকে রাজশাহীর জয়পুরহাট সদরে একটি পিকআপ ভ্যানে আগুন দেয়া হয়।

সিলেটে মশাল মিছিল, পুলিশের ফাঁকা গুলি

হরতাল সমর্থনে সন্ধ্যায় সিলেট নগরের বন্দরবাজার এলাকায় মশালমিছিল বের করে বিএনপি নেতা-কর্মীরা। এ সময় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তাঁরা। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।

সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।’

সুনামগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে রণক্ষেত্র

সুনামগঞ্জে হরতালে সকালে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

এ বিভাগের আরো খবর