পূর্ব সুন্দরবন সংলগ্ন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে ভাসতে থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।
রোববার বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকা থেকে একটি ফিসিং বোটে মাছ ধরার উদ্দেশে ৪ জেলে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে যান। গভীর সমুদ্রে মাছ ধরা অবস্থায় গত তিন দিন যাবৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকেন জেলেরা।
রোববার সকাল ৭টার দিকে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবন সংলগ্ন কচিখালী এলাকায় নিয়মিত টহল দেয়ার জন্য বের হন। পরে বেলা ১১টার দিকে কটকা সংলগ্ন সমুদ্র উপকূল এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ফিশিং বোটটি ভাসতে দেখেন। ওই সময় কোস্টগার্ড সদস্যরা ভাসতে থাকা ট্রলারটি থেকে ৪ জেলেকে উদ্ধার করেন। উদ্ধারকৃত জেলেরা বাগেরহাটের শরণখোলা উপজেলার বাসিন্দা বলে জানা যায়।