আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিন রোববার এক হাজার ২১২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
আজ সরাসরি মনোনয়নপত্র কেনেন ১ হাজার ১৮০ জন। আর অনলাইনে মনোনয়নপত্র কেনেন ৩২ জন। এর মধ্য দিয়ে দলটির তহবিলে জমা হয় ছয় কোটি টাকার বেশি।
মনোনয়নপত্র বিক্রি শেষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের উল্লিখিত তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি জানান, দ্বিতীয় দিনে এক হাজার ১৮০টি মনোনয়নপত্র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করা হয়। এ ছাড়া অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৩২ জন। সব মিলিয়ে মনোনয়নপত্র বিক্রি হয় এক হাজার ২১২টি, যার মাধ্যমে দলের আয় হয় ছয় কোটি ছয় লাখ টাকা।
এর আগে শনিবার প্রথম দিনে এক হাজার ৭৪টি মনোনয়নপত্র বিক্রি হয়। এতে দলের আয়ের খাতায় যোগ হয় পাঁচ কোটি ৩৭ লাখ টাকা। আর এ দুই দিনে ১১ কোটি ৪৩ লাখ টাকার মনোনয়নপত্র বিক্রি করে দলটি।
দুই দিনের তুলনায় আরও বেশি বা সমপরিমাণ মনোনয়নপত্র আগামী দুই দিনে বিক্রি হবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
এক প্রশ্নের জবাবে বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগই প্রথম অনলাইনে মনোনয়নপত্র বিক্রি শুরু করে। আর কোনো দল এমনটি করেনি। এ প্রক্রিয়া জনপ্রিয় হতে সময় লাগবে। গত দুই দিনে ৪৬ জন অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করেন, যে সংখ্যাটি কম নয়।
পূর্বঘোষণা অনুযায়ী শনিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। এরপর থেকে উৎসবের আমেজে মনোনয়নপত্র সংগ্রহ করছেন মনোনয়নপ্রত্যাশীরা।