বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাষ্ট্রবিরোধী ও নাশকতা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

  • প্রতিবেদক, বরিশাল   
  • ১৯ নভেম্বর, ২০২৩ ১৮:২২

মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত সবুজের নেতৃত্বে বরিশালের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতা সংঘটিত হয়েছিল। বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানায় করা বিশেষ ক্ষমতা আইনে রাষ্ট্রবিরোধী ও নাশকতা মামলার তাকে গ্রেপ্তার করা হয়।

রাষ্ট্রবিরোধী ও নাশকতা মামলার অন্যতম প্রধান আসামি বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৮-এর মিডিয়া সেল।

এর আগে ঢাকার দক্ষিণ কেরনীগঞ্জ থানার হাসনাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে র‍্যাব-৮-এর সিপিএসসি এবং র‍্যাব-১০-এর সদর কোম্পানির সদস্যরা ৩৫ বছর বয়সী সবুজ আকনকে গ্রেপ্তার করেন।

মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত সবুজের নেতৃত্বে বরিশালের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতা সংঘটিত হয়েছিল। বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানায় করা বিশেষ ক্ষমতা আইনে রাষ্ট্রবিরোধী ও নাশকতা মামলার তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত ২ নভেম্বর আসামি সবুজ আকন সহ অন্য ৬০ থেকে ৭০ জন অজ্ঞাতনামা আসামিরা বিএনপি ও জামায়াতে ইসলামি বাংলাদেশের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের সমর্থনে এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ব্রিজের দক্ষিণ দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে পাকা রাস্তার ওপর রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে রাস্তায় গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে আগুন জালিয়ে দেয়। ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেয় এবং বেআইনি জনতাবদ্ধে লাঠিসোঁটা হাতে নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে মহাসড়কে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গাড়ি ভাঙচুর করে ক্ষতি সাধন করে যাত্রীদের ভয়ভীতি প্রদর্শন ও জনমনে আতঙ্কের সৃষ্টি করে।

এছাড়াও, গ্রেপ্তারকৃত সবুজ আকনের নেতৃত্বে বরিশাল জেলার বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতা সংঘঠিত হয়েছে বলে জানা যায়।

র‍্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, থানা পুলিশের অধিযাচন পত্রের সূত্র ধরে র‍্যাব-৮, সিপিএসসি, কোম্পানি কর্তৃক ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে র‍্যাব-১০, সদর কোম্পানির সহায়তায় সবুজকে ঢাকা থেকে গ্রেপ্তার করে।

এ বিভাগের আরো খবর