চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা তন্ময় জানান, ট্রাক তল্লাশি করে সাতটি চটের বস্তা থেকে ১৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। এ বিষয়ে থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতঘরিয়ায় ১৭৬ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেসার্স ময়নামতি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় রোববার ভোর রাতে ট্রাকটি জব্দ করা হয়।
চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা তন্ময় জানান, গোপন সংবাদে অভিযান পরিচালনাকালে ঢাকার একটি ট্রাকের চালক ও তার সহযোগী দূর থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক থামিয়ে দৌড়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, পরে ট্রাক তল্লাশি করে সাতটি চটের বস্তা থেকে ১৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। এ বিষয়ে থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।