দেশব্যাপী বিএনপির ডাকা হরতাল-অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকটি গেটে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদল।
ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিকের সমর্থক নেতা-কর্মীরা শনিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, মধুর ক্যান্টিন ও ডাকসুর গেটে তালা দেন।
যদিও সকালের মধ্যে সে সব তালা ভেঙে ফেলে ঢাবির প্রক্টরিয়াল টিম।
ঢাবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীর জানান, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেটসহ বিভিন্ন স্থাপনায় তালা ঝুলানো হয়েছিল। তালার সঙ্গে হরতালের সমর্থনে একটি ব্যানারও লাগিয়ে দেয়া হয়েছিল।
ব্যানারে তারেক রহমানের ছবির সঙ্গে ‘রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, ‘এক দফা দাবিতে দেশব্যাপী হরতাল চলছে’ ইত্যাদি লেখা রয়েছে।
তালা লাগানোর বিষয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেকবার বলেছি এই হরতাল-অবরোধে ক্লাস-পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলবেন না, কিন্তু তারা আমাদের কথা না শুনে আওয়ামী লীগের অ্যাজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে ক্লাস-পরীক্ষা চালু রেখেছে।
‘তাই আমরা আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বার্তা দিতে চাই, আওয়ামী লীগের রক্ষাকবজ না হয়ে নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠা করুন।’