বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজশাহীতে বিএনপির মিছিলে পুলিশি বাধা, আটক ৫

  • প্রতিবেদক, রাজশাহী   
  • ১৮ নভেম্বর, ২০২৩ ২৩:১৫

বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘সন্ধ্যায় বিএনপির কয়েকজন নেতাকর্মী হরতালের সমর্থনে মিছিল বের করে। সেখান থেকে পুলিশ বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করে। এই ঘটনায় পর সাহেব বাজার এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

রাজশাহীতে হরতালের সমর্থনে বের করা বিএনপির মিছিল পুলিশি বাধায় ভণ্ডুল হয়ে গেছে। শনিবার সন্ধ্যায় নগরীর সাহেব বাজার এলাকায় বিএনপি মিছিল বের করার পরই পুলিশ ধাওয়া দেয় এবং ৫জনকে আটক করে।

রোববার ও সোমবারের হরতালের সমর্থনে শনিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর সাহেববাজার এলাকায় মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি বের করার পরপরই পুলিশ তাদের ধাওয়া দিলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ সেখান থেকে ৫জনকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে পুলিশি ধাওয়ার সময় ঘটনাস্থলে পড়ে যান রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা। তবে তিনি তেমন বড় আঘাত পাননি। পরে বিএনপি নেতা সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও এরশাদ আলী ইশা এলাকা থেকে চলে যান।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘সন্ধ্যায় বিএনপির কয়েকজন নেতাকর্মী হরতালের সমর্থনে মিছিল বের করে। সেখান থেকে পুলিশ বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করে।

‘এই ঘটনায় পর থেকেই সাহেব বাজার এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এ বিভাগের আরো খবর