ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে আলাদা ঘটনায় একদিন বয়সী এক নবজাতক কন্যা শিশু ও অজ্ঞাত বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঢামেকের ৪ নম্বর ধোপার গেইট এলাকা থেকে শনিবার সকাল সাড়ে দশটার নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার এস আই বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে ঢাকা মেডিক্যালে সাদা পলিথিন ব্যাগে মোড়ানো একদিনের কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য নবজাতকের মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি লুকিয়ে কেউ মরদেহটি ঢামেক ধোপা গেটের পাশে ফেলে রেখে যায়। আমরা আশেপাশের সিসিটিভির ফুটেজ দেখে ওই ব্যক্তিকে শনাক্তর চেষ্টা করছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
অন্যদিকে, শাহবাগ থানার এস আই আব্দুর মোমেন জানান, আমারা খবর পেয়ে আজ সকালের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশে এম্বুলেন্স রাখার গেরেজ থেকে অজ্ঞাত এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করি।
তিনি বলেন, ‘আমরা আশেপাশের লোকজনদের সঙ্গে কথা বলে জেনেছি এ বৃদ্ধা নারীকে কেউ চেনেন না। তবে প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।