বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিপৎসীমার ওপরে মুহুরীর পানি, ফুলগাজী বাজার প্লাবিত

  • প্রতিনিধি, ফেনী   
  • ১৮ নভেম্বর, ২০২৩ ১৬:০০

ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার বলেন, ‘ঘূর্ণিঝড় এবং ভারতীয় উজানের কারণে মুহুরী নদীর পানি বেড়ে বাজারে পানি প্রবেশ করেছে। পানি কমলে আর এ সমস্যা থাকবে না।’

ফেনীতে ঘূর্ণিঝড় মিধিলি ও ভারতীয় উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে।

শনিবার ভোরে ফুলগাজী ভিতরের কাঁচা বাজার সংলগ্ন এলাকায় মুহুরী নদীর গার্ডারের নিচ দিয়ে পানি প্রবেশ করে। এতে ফেনী-পরশুরাম সড়কের কিছু অংশ পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্লাবিত হয়। পানিতে বাজারের ব্যবসায়ীদের মালপত্রের ব্যাপক ক্ষতি হয়।

বাজারের ব্যবসায়ী আবদুল আওয়াল বলেন, ‘বাজারের গার্ডওয়ালের নিচ দিয়ে পানি আসা বন্ধ না করলে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। দ্রুত এর একটা ব্যবস্থা করা জরুরি।’

এই বিষয়ে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার বলেন, ‘ঘূর্ণিঝড় এবং ভারতীয় উজানের কারণে মুহুরী নদীর পানি বেড়ে বাজারে পানি প্রবেশ করেছে। পানি কমলে আর এ সমস্যা থাকবে না।’

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান জানান, পরশুরামের দক্ষিণ শালধরে বিশ্বব্যাংকের অর্থায়নে বাঁধের মেরামত কাজ চলছিল। সেখানে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে লোকালয়ে কিছুটা পানি প্রবেশ করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। ফুলগাজী বাজারে গার্ডারের নিচ দিয়ে পানি প্রবেশ করেছে এটি পানি নামার সঙ্গে সঙ্গে আবার কমে যাবে।

প্রসঙ্গত, প্রতিবছরই বর্ষা মৌসুমে ভারতীয় উজানের পানিতে মুহুরী, কুহুয়া এবং সিলোনিয়া নদীর বাঁধ ভেঙ্গে ফুলগাজি পরশুরামের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। এতে ওই অঞ্চলের মানুষের ফসল ও গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

শনিবার দুপুর এ রিপোর্ট লেখা পর্যন্ত পাউবো জানিয়েছে, মুহুরী নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ বিভাগের আরো খবর