কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চাকরি ফেলে ফ্রান্সে আছেন যুবলীগ নেত্রী মনোয়ারা সাকি। বিনা ছুটিতে অনুপস্থিতির সাড়ে সাত মাস পর কুবি কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অপসারণ করেছে।
অপসারণের বিষয়টি শুক্রবার নিশ্চিত করেন কুবি রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরি।
তিনি জানান, মনোয়ারা সাকি দক্ষিণ জেলা যুব মহিলালীগের যুগ্ম আহ্বায়ক। চলতি বছরের ২ এপ্রিল থেকে ছুটি ছাড়া তিনি কাজে অনুপস্থিত রয়েছেন। মনোয়ারা সাকি এস্টেট শাখার কম্পিউটার অপারেটর (অফিস সহায়ক) পদে কর্মরত ছিলেন।
১৬ নভেম্বর অপসারণের লিখিত আদেশে বলা হয়, দুই মাসের বেশি সময় অনুপস্থিত থাকলে তাকে পলায়ন হিসেবে গণ্য করা হয়। একাধিকবার তাকে কারণ দর্শানোর চিঠি দেয়া হলেও তিনি সাড়া দেননি। ৯ অক্টোবর সিন্ডিকেটের সভায় অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিকে যুবলীগ নেত্রী মনোয়ারা সাকির ফেসবুক আইডিতে দেখা গেছে তিনি ফ্রান্সে রয়েছেন। তিনি ১০ নভেম্বর আইফেল টাওয়ারের পাশে দাঁড়ানো একটি ছবি আপলোড দিয়েছেন। ক্যাপশন লিখেছেন, ‘স্বপ্ন দেখো মন থেকে, ইনশাল্লাহ তা পূরণ হবেই।’
তার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নি।
মনোয়ারা সাকির পিতা আবুল খায়ের জানান, মনোয়ারা সাকি প্রায় এক বছর ধরে ফ্রান্সে রয়েছেন। অনুপস্থিতির কারণে মনোয়ারা সাকির চাকুরি থেকে অপসারণের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।