ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে বরিশালসহ দক্ষিণাঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে।
মাঝারি ধরনের বৃষ্টিপাতের পাশাপাশি শুক্রবার সকাল থেকে দমকা হাওয়া বইতে শুরু করেছে।
বৈরী এ আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিষয়টি শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএয়ের উপপরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ‘নদী বন্দরে এমনিতে ২ নম্বর সতর্ক সংকেত থাকায় সকালে ৬৫ ফুটের নীচের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল, তবে এখন বৈরী আবহাওয়া বিরাজ করায় সম্ভাব্য আগাম সতর্কতা হিসেবে অভ্যন্তরীণ রুটে লঞ্চসহ সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।’
আর এ নির্দেশনা পরবর্তী ঘোষণা পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানান তিনি।