বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পিটার হাসকে হত্যার হুমকি: যা বললেন আওয়ামী লীগ নেতা

  • আশরাফ বিন ইউছুপ, কক্সবাজার   
  • ১৬ নভেম্বর, ২০২৩ ১৫:১৫

বক্তব্যের বিষয়ে জানতে ফরিদুল আলমের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলে বৃহস্পতিবার তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমি একজন গ্রামের ছেলে। হত্যার হুমকি দিইনি আমি। বক্তব্যের ভয়েস চেঞ্জ করে আমার সাথে ষড়যন্ত্র করা হচ্ছে।’

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দিয়েছেন কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফরিদুল আলম।

তার ওই বক্তব্যের একটি ফুটেজ বুধবার ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গত ৬ নভেম্বর কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়েছিলেন ফরিদুল। সেই বক্তব্যের একটি ক্লিপ ছড়িয়ে পড়েছে, যাতে ফরিদুলকে বলতে শোনা যায়, ‌‌‘আপনারা জানেন, বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। কী একটা পাতি হাঁস আসছে। পিটার হাস বদমাইশ।

‘সে বিএনপির হয়ে যে অসভ্য কাজকারবারগুলো বাংলাদেশে করছে, তাকে পেলে জবাই করে মানুষকে খাওয়াইতাম। সেই পিটার হাস, বদমাইশ।’

বক্তব্যের বিষয়ে জানতে ফরিদুল আলমের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলে বৃহস্পতিবার তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমি একজন গ্রামের ছেলে। হত্যার হুমকি দিইনি আমি। বক্তব্যের ভয়েস চেঞ্জ করে আমার সাথে ষড়যন্ত্র করা হচ্ছে।’

ফরিদুল আলম বক্তব্য দেয়ার সময় মঞ্চে থাকা তারেক বিন ওসমান শরীফ বলেন, ‘হুমকির বিষয়টি আমি শুনিনি, তবে পরে জানতে পেরেছি। পরে উনাকে মৌখিকভাবে সতর্ক করেছি আমরা, যেন এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকেন।’

দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে সহিংস বক্তব্যে উদ্বেগ পিটার হাসের

যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীদের বিরুদ্ধে সহিংস রাজনৈতিক বক্তব্য নিয়ে বুধবার উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

বৈঠক শেষে পিটার হাস বলেন, ‘আমি আজ (আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে) সে বার্তাই দিয়েছি, যা আমরা এখানকার সব রাজনৈতিক দলকে দিয়েছি।’

এ বিভাগের আরো খবর