বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মানিকগঞ্জে সরকারি বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

  •    
  • ১৬ নভেম্বর, ২০২৩ ১২:৫৮

ঘিওর থানার ওসি মো.আমিনুর রহমান জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোরে ঘিওর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত ১৫ নম্বর পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

বিদ্যালয়ের নৈশপ্রহরী মাসুদ মিয়া বলেন, সারারাত বিদ্যালয় পাহারা দিয়ে ফজরের আজানের পর ঘুমাতে যাই। কিন্তু হঠাৎ করে বিদ্যালয়ের ভেতরে আগুনের ধোয়া আসতে দেখে দ্রুত রুম থেকে বিদ্যালয়ের বারান্দায় বের হই এবং বের হয়ে দেখি বিদ্যালয়ের বারান্দায় থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার আগুনে পুড়ছে। পরে আগুন নিভিয়ে প্রধান শিক্ষককে খবর দেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসূমী খান বলেন, নৈশপ্রহরীর ফোন পেয়ে সাথে সাথে বিদ্যালয়ের সভাপতি ও পুলিশকে জানানো হয়। এরপর সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ে এসে দেখি বিদ্যালয়ের ভিতরে থাকা কয়েকটটি প্লাস্টিকের চেয়ার ও বেশ কয়েকটি চিত্রাংকন পুড়ে গেছে। পরে বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়। যেহেতে অবরোধ চলছে, সে কারণে ধারণা করা হচ্ছে, অবরোধ সমর্থনকারীরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুর রহমান জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, বুধবার থেকে পঞ্চম দফায় ডাকা বিএনপির ৪৮ ঘন্টা অবরোধ চলছে। ১৫ নম্বর পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশেই বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বাসভবন এবং তার কবরস্থান।

এ বিভাগের আরো খবর