দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে-পরে ১৫ ঘণ্টায় ১২টি গাড়িতে আগুন দেয়ার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস।
জাতির উদ্দেশে দেয়া ভাষণে বুধবার সন্ধ্যা সাতটার দিকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের বৃহস্পতিবার সকালের বার্তায় বলা হয়, ‘১৫ নভেম্বর বুধবার সন্ধ্যা ছয়টা (তফসিল ঘোষণার পর থেকে) থেকে ১৬ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত মোট উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১১টি আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।
‘এ ঘটনায় ১২টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে। তফসিল ঘোষণার পর থেকে ঢাকা সিটিতে উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক আগুনের সংবাদ পায়নি ফায়ার সার্ভিস।’
বার্তায় উল্লেখ করা হয়, ‘ঢাকা সিটিতে শূন্যটি, ঢাকা বিভাগে (দোহার, টাঙ্গাইল) দুটি, বরিশাল বিভাগে (ঝালকাঠি) একটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ) পাঁচটি, চট্টগ্রাম বিভাগে (চট্টগ্রাম, চাঁদপুর) দুটি, সিলেট বিভাগে (সিলেট সদর) একটি ঘটনা ঘটে।
‘এ ঘটনায় দুটি বাস, দুটি কাভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, দুটি লেগুনা, একটি ট্রেন পুড়ে যায়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২১ ইউনিট ও ১১৬ জন জনবল কাজ করে।’