দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সারা দেশে এই হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর বাম গণতান্ত্রিক জোট তফসিল প্রত্যাখ্যান করে রাজধানীতে মশাল হাতে বিক্ষোভ মিছিল করে।
রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ের সামনে থেকে মিছিলটি মশাল নিয়ে মতিঝিলের দিকে যাত্রা শুরু করে। মিছিল থেকে তফসিল প্রত্যাহার ও বৃহস্পতিাবর হরতাল পালনের আহ্বান জানিয়ে স্লোগান দেয়া হয়। পরে মিছিলটি পুনরায় পল্টন মোড়ে ফিরে আসে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে গণতান্ত্রিক বাম জোটের সমন্বয়ক ইকবাল কবির বলেন, ‘সরকার গণদাবি উপেক্ষা করে একতরফা নির্বাচনের আয়োজন করেছে। আর সেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে আগামীকাল (বৃহস্পতিবার) সারা দেশে অর্ধদিবস হরতাল পালন করা হবে।’
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান, বাসদ (মার্কসবাসী) দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদসহ জোট নেতা আবদুল আলী প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।